Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

জেলা তথ্য অফিস বর্তমান সরকারের  ৩ মেয়াদে বিভিন্ন কর্মসূচির আওতায় বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ, যৌতুক নিরোধ, শিশু ও নারী পাচার রোধ, ইভটিজিং, মা ও শিশু স্বাস্থ্য, স্যানিটেশন, সবার জন্য নিরাপদ পানি, সবার জন্য বিদ্যুৎ ইত্যাদি ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলার বিভিন্ন উপজেলায় নানা রকম প্রচার কৌশলে  চলচ্চিত্র প্রর্দশন ১৫৩১টি, সংগীতানুষ্ঠান ৪৮৩টি, পথ প্রচার ২০৯৮টি, পিএই কভারেজ ৪৮৮৫টি, ওরিয়েন্টেশন কর্মশালা  ১৩টি, আলোচনা সভা ৩৮টি, উঠান-বৈঠক ৭৭টি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উঠান-বৈঠক ২৯টি, মহিলা সমাবেশ ৮৩টি, প্রেসব্রিফিং ২১টি, শিশু  মেলা ৫টি, রচনা প্রতিযোগিতা ৩টি, ক্ষুদ্র ও খন্ড সমাবেশ ১৩৯টি, অনলাইনে প্রচার ৩২টি ও  র‌্যালী ৪টি আয়োজন বাস্তবায়ন করেছে। এছাড়াও ২৬৩৮২৯  কপি পোস্টার/পুস্তিকা/লিফলেট  বিতরণ স্থাপন এবং ৩৯ বার সিনেমা হল পরিদর্শন করা হয়েছে ।